
রফিকুল আলম,ফটিকছড়ি :
ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফের আর্ধ্যাত্মিক সাধক উপমহাদেশের অন্যতম অলিয়ে কামেল শাহসুফী মাওলানা সৈয়দ গোলামুর রহমান আল-হাসানী আল মাইজভান্ডারী প্রকাশ বাবা ভান্ডারীর নাতি আওলাদে গাউছুল আযম হযরত মাওলানা শাহসূফি সৈয়দ ছদরুল উলা মাইজভাণ্ডারী (কঃ) ২৮ ডিসেম্বর রবিবার সন্ধ্যা ৬ টার সময় নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী,১ পুত্র ও ৩ মেয়ে সহ আত্নীয়-স্বজন এবং হাজারো ভক্ত- মুরিদ রেখে যান।
তাঁর ইন্তেকালে মাইজভাণ্ডার দরবার শরীফসহ দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-মুরিদ ও শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সোমবার ২৯ ডিসেম্বর বাদে এশা নামাজের পর মাইজভাণ্ডার দরবার শরীফের শাহী ময়দানে জানাযার নামাজ অনুষ্টিত হবে।