
চন্দনাইশে সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ উপজেলা শাখার সদস্যদের নতুন কার্ড বিতরন ও কেন্দ্রীয় কমিটির নির্দেশে সমাজের উন্নয়ন মূলক কাজে বিশেষ অবদান রাখায় সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান শুক্রবার (৭ নভেম্বর) বিকালে চন্দনাইশ উপজেলা শাখার দোহাজারীস্থ কার্যালয়ে সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ চন্দনাইশ উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এম হেলাল উদ্দিন নিরব এর সঞ্চালনায় এবং সি: সহ-সভাপতি আন্নার আলী সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাহার বিল্ডার্সের চেয়ারম্যান, সার্চ মানবাধিকার সোসাইটি চন্দনাইশ শাখার সভাপতি বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসিম উদ্দিন।
প্রধান বক্তা ছিলেন, মুক্তিযোদ্ধা কমান্ডার মো: জাফর আলী হিরু। সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির নির্দেশে সমাজের উন্নয়ন মূলক কাজে বিশেষ অবদান রাখায়, চন্দনাইশ শাখার পক্ষ থেকে ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসিম উদ্দিন কে সম্মাননা স্মারক প্রদান করেছেন সংগঠনের নেতৃবৃন্দ। এসময় প্রধান বলেন, সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ চন্দনাইশ উপজেলা শাখা অল্প সময়ের মধ্যে সমাজের বিভিন্ন আইন সমস্যা, নারী নির্যাতন, বাল্য বিবাহ, মাদক বিরোধী সভা সমাবেশ করে বেশ সুনাম অর্জন করেছেন।
যা বাংলাদেশের অন্য কোনো শাখায় অল্প সময়ে দ্রুত সমাধান করতে পেরেছে জানা নেই। আমাদের নেতৃবৃন্দের কঠোর পরিশ্রমের ফলে এ সুনাম অর্জন হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, সার্চ মানবাধিকার সোসাইটি চন্দনাইশ শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক, সহ-সভাপতি মোঃ সৈয়দ আলম, সহ-সাংগঠনিক সম্পাদক নাইমুর রহমান, প্রচার সম্পাদক মোঃ রাশেদ হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো ইউসুফ, আইন বিষয়ক সম্পাদক মো নুরুল আবছার, সহ আইন বিষয়ক সম্পাদক মো : তারেক আজিজ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো: জামাল উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক আনিসুর রহমান, সহ ধর্ম বিষয়ক সম্পাদক মো: ফোরকান, নারী ও শিশু বিষয়ক সম্পাদক নার্গিস আক্তার, নারী বিষয়ক সম্পাদক মুন্নী বডুয়া, সহসমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো: রফিক মিয়া, তথ্য বিষয়ক সম্পাদক শফিউল হোসেন, মোহাম্মদ হোসেন, সোহেল প্রমূখ।