
” টাকা মাত্র দশ হাজার খুলবে ব্যবসার দ্বার” এমন স্লোগান নিয়ে সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নের আইবিডব্লউএফের দ্বি বার্ষিক সম্মেলন ৩০ আগস্ট (শনিবার) সকাল সাড়ে ১০ টায় কালিয়াইশস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
সাতকানিয়া উপজেলা আইবিডব্লউএফের সভাপতি আবুল কালাম আজাদ চৌধুরীর সভাপতিত্বে ও সাইফুদ্দীন মুহাম্মদ খালেদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, দক্ষিণ জেলা আইবিডব্লিউএফের (ভারপ্রাপ্ত) সভাপতি মো: ইব্রাহীম চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন, আইবিডব্লিউএফের কালিয়াইশের প্রধান উপদেষ্টা আবুল বশর ছিদ্দিকী, আইবিডব্লিউএফ নেতা দিদারুল আলম, মোঃ সোলায়মান, এনামুল হক, আবুল বশর জিহাদী,মহিউদ্দীন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আইবিডব্লিউএফ নেতা আবু জাফর,মোঃ আবু ছৈয়দ, শহীদুল ইসলাম, সাইফুল ইসলাম আদিল’, আনিসুল আলম, মোঃ ইদ্রিস মিয়া,মোহররম আলী, রবিউল হাসান, শহীদুল ইসলাম চৌধুরী, জাকারিয়া কাইসার, মোঃ হারুনসহ নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি আইবিডব্লিউএফ কালিয়াইশ ইউনিয়নের ৭ জনকে উপদেষ্টা করে ২০২৫-২৬ সালের জন্য সাইফুদ্দীন মুহাম্মদ খালেদ কে সভাপতি ও মোঃ আবু জাফরকে সাধারণ সম্পাদক করে ৩৮ সদস্য বিশিষ্ট কার্যকারী কমিটি ঘোষনা করা হয়। প্রধান অতিথি মো: ইব্রাহীম চৌধুরী বলেন, সংগঠনের সবাইকে মনে করতে হবে আইবিডব্লিউএফ কোন রাজনৈতিক সংগঠনের অঙ্গ সংগঠন নয়। ছোট-বড় ব্যবসায়ীদের সৎ ভাবে উপার্জন করা ও উদ্যোক্তা করার নামেই আইবিডব্লিউএফ।