
শারর্দীয় দূর্গাপূজা উপলক্ষে চট্টগ্রাম-১৪ আসনের সম্ভাব্য ধানের শীষের পদপ্রার্থী ও সাবেক ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন যুগ্ম সম্পাদক সাবেক বিচারপতি আবদুস সালাম মামুনের নিজ বাড়ীতে ৯ সেপ্টেম্বর রাত ৮টায় ফুল দিয়ে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছেন চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মিত্র পাড়া, শীল পাড়া সমাজ কল্যাণ সমিতির নেতৃবৃন্দ।
মতবিনিময় সভা পূজা উদযাপন পরিষদ-চন্দনাইশ উপজেলার সদস্য ও হাশিমপুর মিত্র পাড়া সার্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি আনন্দ মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, সাবেক বিচারপতি আবদুস সালাম মামুন।
এসময় বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি সিরাজুল ইসলাম, স্বেচ্ছাসেবকদল নেতা আবু ইউছুপ, মৃদুল শীল, কাঞ্চন কান্তি শীল, অভিমিত্রসহ নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় বিচারপতি আবদুস সালাম মামুন বলেন, বাংলাদেশ সম্প্রীতির একটি দেশ। কে কোন ধর্মের এটা বড় কিছু নয়, আমাদের একটা পরিচয় আমরা মানুষ। তাই আমরা সম্প্রীতি বজায় রেখে যে যার ধর্মপালন করবো। যারা সম্প্রীতি বিনষ্ট করবে তাদের বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়াতে হবে।