1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় জায়গা-সম্পত্তি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একই পরিবারের তিনজন আহত আনোয়ারা-কর্ণফুলীতে এনসিপির মনোনয়ন প্রত্যাশী প্রার্থীর মতবিনিময় সভা। হাসপাতাল নির্মাণের জন্য ভূমি বরাদ্দের ব্যবস্থা নেয়া হবে-  লন্ডনে নাগরিক সংবর্ধনায় চসিক মেয়র ডা. শাহাদাত।  ফটিকছড়ি সদরে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবীতে মানববন্ধন ও মশাল মিছিল ।। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় পরবর্তী অন্তর্বর্তী সরকারের বিবৃতি আদালত অবমাননার প্রতিবাদে রাউজান নোয়াপাড়ায় এলাকার নারী পুরুষের মানববন্ধন ফটিকছড়ির হেয়াঁকো বাজারে বিএনপির মনোনয়ন আজিম উল্লাহ বাহারকে দেওয়ার দাবিতে মানববন্ধন ও মিছিল ।। চন্দনাইশে বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী’র লিফলেট বিতরণ ও গণ-সমাবেশ ফটিকছড়িতে ২ সন্তানের জননীর লাশ উদ্ধার। হত্যা না আত্নহত্যা রহস্য জনক। ফটিকছড়িতে বিএনপির মনোনয়ন আজিম উল্লাহ বাহারকে দেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত।।

হাটহাজারীতে ছাত্রদল নেতা অপি দাশ হত্যা- মামলা দায়ের। ফটিকছড়িতে অপির পৈত্রিক নিবাসে অব্যাহত শোকের মাতম। কি কারণে এমন নৃশংসতা ?

  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

 

রফিকুল আলম,ফটিকছড়ি:

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চৌধুরীহাটে চুরিকাঘাত করে চিকনদন্ডী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অপি দাশ হত্যা কী কারনে তা এখনো বুঝে উঠতে পারছেনা বাবা- মা ও স্বজনরা। অপি দাশের পৈত্রিক নিবাস ফটিকছড়ি পৌর এলাকায় হলো ও বর্তমানে হাটহাজারী এলাকায় বসবাস করে আসছে। তবে তার মরদেহ পৈত্রিক নিবাসে নিয়ে এসে সৎকার করা হয়েছে।
নিহত অপি দাশের পিতা মিন্টু দাশের দাবী তার ছেলেকে  বিরোধ মীমাংসার কথা বলে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করে সুদীপ্ত মহাজন নামে স্থানীয় এক তরুণ।  অভিযুক্ত সুদীপ্ত অপির প্রতিবেশী। তার গ্রামের বাড়ি পটিয়ায় হলে ও সে দীর্ঘ দিন ধরে তার পরিবারের সাথে চৌধুরীহাটের ভাড়া বাসায় বসবাস করে আসছে।
অপির গ্রামের বাড়ি ফটিকছড়ি পৌরসভার ৪নং ওয়ার্ডের কচুয়ার পাড়ের বাড়িতে গিয়ে দেখা যায়,আত্মীয়স্বজন, প্রতিবেশীরা এখনো বাড়ির আঙিনায় ভিড় করছেন। বাড়ীর আঙ্গিনায় নির্বাক বসে আছেন বাবা-মা। অপি অপি করে ডুকরে কেঁদে উঠছেন। স্বজনরা পাশে গেলে কান্নায় অশ্রূ ঝড়ছে পাড়া-প্রতিবেশীদের মধ্যেও। অপির এমন মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না।
হৃদয়ের ধন অপির ছবি বুকে জড়িয়ে মায়ের গগণ বিধারী আহাজারী। কে কাকে শান্তনা দিবে। শোকে পাথর হয়ে গেছে পরিবারের অন্য সদস্যরাও।
স্থানীয়রা জানান,অপিরা দুই ভাই এক বোন। পরিবারের সবার ছোট সে। জন্মের পর এখানেই বড় হয়েছে অপি। বিগত কয়েক বছর ধরে তারা হাটহাজারীর চৌধুরীহাটে স্বপরিবারে বসবাস করে আসছেন। ছোটকাল থেকে  ভদ্র ও লাজুক প্রকৃতির ছেলে ছিল অপি। কথা বলার সময় কারো দিকে মাথা উঁচু থাকাতো না। কী কারনে এমন নৃসংশংসতা বুঝে উঠতে পারছেন না কেউ।
অপির পিতা মিন্টু দাশ বলেন, আমার ছেলে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে পড়ালেখার জন্য বিদেশ যাওয়ার অপেক্ষায় ছিল। কিন্তু কি হতে কি হয়ে গেলো জানিনা। সুদীপ্ত আমার ছেলেকে খুন করে আমার স্বপ্ন চুরমার করে দিয়েছে।
অপি দাশের মা কান্না জড়িত কন্ঠে বলেন আমার ছেলে  স্বচ্ছ ধারার রাজনীতি করতো।
কোন অন্যায় কাজে জড়িত ছিলনা। কী কারনে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করেছে,কিছুই বুঝে উঠতে পারছিনা।
আমার ছেলের খুনিদের সিসি ক্যামেরার ফুটেজে চিহ্নিত হয়েছে। আমি চাই আমার ছেলের খুনিদের প্রশাসন দ্রুত গ্রেপ্তার করুক। তাহলে আমার ছেলের আত্মা শান্তি পাবে।

এ হত্যাকান্ডের বিষয়ে জানতে চাইলে হাটহাজারী মডেল থানার ওসি মনজুর কাদের ভুঁয়া জানান-তদন্তানাধীন বিষয় নিয়ে এ মুহুর্তে কোন মন্তব্য করতে চাচ্ছিনা। তবে এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার ১৮ অক্টোবর রাতে নিহত অপির বাবা মিন্টু দাশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।

উল্লেখ্য,গত ১৪ অক্টোবর রাত ৯টার দিকে চৌধুরী হাটের দাতারাম সড়কে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে চিকনদন্ডী ইউনিয়ন ছাত্রদল সভাপতি অপি দাশ ও কর্মী তানিম হোসেন গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অপিকে  মৃত ঘোষণা করে তানিমকে আইসিইউতে ভর্তি করেন। পরদিন ১৫ অক্টোবর সকালে তানিমও মারা যান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট