
প্রদীপ শীল, রাউজান
হালদা নদীতে নিয়মিত অভিযান পরিচালনা অব্যহত রেখেছে রাউজান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়। সোমবার রাতে বিপুল পরিমান জব্দকৃত জাল সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তোফাজ্জল হোসেন ফাহিমের উপস্থিতিতে রামদাশ মুন্সীর হাট এলাকায় পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। গত ২ নভেম্বর রাতে মৎস্য কর্মকর্তার নেতৃত্বে নৌপুলিশ ও হালদা নদীর রাতে নদীর রামদাশ হাট হতে নাঙ্গলমোড়া ভাঙ্গা ব্রিজ পর্যন্ত অভিযান পরিচালনা করেন। হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র রক্ষায় পরিচালিত এই অভিযানে ১৬ টি (প্রায় ১৩০০০ মিটার) চরঘেরাজাল জব্দ করা হয়। হালদা নদীর প্রাকৃতিক প্রজননক্ষেত্রের সুরক্ষা ও সংরক্ষণে রাউজান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান মৎস্য কর্মকর্তা। উল্লেখ্য, গত ১ নভেম্বর রাত ১১ টা হতে ভোর ৫টা পর্যন্ত অভিযানে ৮০০০ মিটার চরঘেরা জাল জব্দ করা হয়। টানা ২ দিনের অভিযানে সর্বমোট ২১০০০ মিটার চরঘেরা জাল উদ্ধার করে মৎস্য কর্মকর্তার অফিস।
প্রদীপ শীল, রাউজান -০৩.১১.২৫ ইং।