1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারা-কর্ণফুলীতে এনসিপির মনোনয়ন প্রত্যাশী প্রার্থীর মতবিনিময় সভা। হাসপাতাল নির্মাণের জন্য ভূমি বরাদ্দের ব্যবস্থা নেয়া হবে-  লন্ডনে নাগরিক সংবর্ধনায় চসিক মেয়র ডা. শাহাদাত।  ফটিকছড়ি সদরে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবীতে মানববন্ধন ও মশাল মিছিল ।। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় পরবর্তী অন্তর্বর্তী সরকারের বিবৃতি আদালত অবমাননার প্রতিবাদে রাউজান নোয়াপাড়ায় এলাকার নারী পুরুষের মানববন্ধন ফটিকছড়ির হেয়াঁকো বাজারে বিএনপির মনোনয়ন আজিম উল্লাহ বাহারকে দেওয়ার দাবিতে মানববন্ধন ও মিছিল ।। চন্দনাইশে বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী’র লিফলেট বিতরণ ও গণ-সমাবেশ ফটিকছড়িতে ২ সন্তানের জননীর লাশ উদ্ধার। হত্যা না আত্নহত্যা রহস্য জনক। ফটিকছড়িতে বিএনপির মনোনয়ন আজিম উল্লাহ বাহারকে দেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত।। ফটিকছড়িতে হেঁয়াকো ট্রাক ও পিকআপ চালক কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিঃ নির্বাচন সম্পন্ন।।

হাসপাতাল নির্মাণের জন্য ভূমি বরাদ্দের ব্যবস্থা নেয়া হবে-  লন্ডনে নাগরিক সংবর্ধনায় চসিক মেয়র ডা. শাহাদাত। 

  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

 

রফিকুল আলম,ফটিকছড়ি:

যুক্তরাজ্যে তথা ইউরোপে অন‍্যতম বৃহত্তম প্রবাসী বাংলাদেশী সংগঠন গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকের উদ্যোগে মঙ্গলবার ১৮ নভেম্বর সন্ধ্যায় লন্ডন সফরত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের  মেয়র ডা.শাহাদাত হোসেনকে পূর্ব লন্ডনের দেশি লাউঞ্জ রেস্টুরেন্টে আড়ম্বরপূর্ণ এক নাগরিক সংবর্ধনা প্রদান করা হয় । এতে বিপুলসংখ্যক লন্ডনে বসবাসরত চট্টগ্রামবাসী ছাড়াও বাংলাদেশি কমিউনিটির অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকের নেতৃবৃন্দ চট্টগ্রামে সাধারণ মানুষের সেবার জন্য প্রবাসী বৃহত্তর চট্টগ্রামবাসীদের অর্থায়নে একটি হাসপাতাল ও একটি শিক্ষা প্রতিষ্ঠান করার লক্ষ্যে প্রয়োজনীয় ভূমি বরাদ্দের জন্য অনুরোধ জানান।
অনুষ্ঠানে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকের নেতৃবৃন্দ চট্টগ্রাম সিটি করপোরেশনের উন্নয়নে বিশেষ করে জলাবদ্ধতার সমস্যা সমাধান,ওয়ার্ড ভিত্তিক খেলাধুলার মাঠ নির্মাণ ও স্বাস্থ্য সেবায় মেয়রের ভূমিকা ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বিমানবন্দরে ও দেশে অবস্থানকালে প্রবাসীদের যথাযথ সম্মান, মর্যাদা ও নিরাপত্তার নিশ্চিত করণ ও নতুন কালুরঘাট সেতুর নির্মাণকাজ অবিলম্বে দৃশ্যমান করার জন্য মেয়রকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান ।
নাগরিক সংবর্ধনা অনুষ্টানে চসিক মেয়র
ডা.শাহাদাত হোসেন চট্টগ্রামের কিডনী ডায়ালাইসিসহ বিভিন্ন প্রকল্পে সাহায্যের জন্য প্রবাসী চট্টগ্রামবাসীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, এসোশিয়েশনের অর্থায়নে একটি হাসপাতাল ও একটি শিক্ষা প্রতিষ্ঠান করার লক্ষ্যে প্রয়োজনীয় ভূমি বরাদ্দের যে প্রস্তাব দেয়া হয়েছে। তা মানুষের কল্যাণের জন্য,এসব সেবার কাজ করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য।
তিনি আরো বলেন,গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকের উদ্যোগে
হাসপাতাল নির্মাণের জন্য ভূমি বরাদ্দের আমি প্রতিশ্রুতি দিলাম। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
অনুষ্টানে সিটি মেয়র চট্টগ্রাম মহানগরের উন্নয়নে তাঁর পরিকল্পনার বিভিন্ন বিষয় উল্লেখ করে বলেন,তিনি অতীতের মেয়রদের মতো প্রতিশ্রুতি ভঙ্গের জন্য অভিযুক্ত হতে চান না। তিনি কাজ করে তাঁর সদিচ্ছার প্রমাণ দিতে চান। তিনি চট্টগ্রামকে সত্যিকারের আধুনিক নগরীতে রূপান্তরিত করতে চান। এছাড়া তিনি সঠিক উন্নয়নের জন্য নগর সরকার প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করেন।
গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকের বর্তমান কার্যনির্বাহী কমিটির আহ্বায়ক ব্যারিস্টার আবুল মনছুর মোহাম্মাদ শাহজাহানের সভাপতিত্বে এবং মোহাম্মাদ কায়সার ও মাসুদুর রহমানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন এসোসিয়েশনের ট্রাস্টি চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সভাপতি ব্যারিস্টার মনোয়ার হোসেন,বিশিষ্ট কমিউনিটি নেতা বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান,লন্ডন বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি আবু তাহের চৌধুরী, এসোসিয়েশনের ট্রাস্টি শওকত মাহমুদ টিপু,কাউন্সিলর সৈয়দ ফিরোজ গণি, মনির মাহমুদ,এরশাদ মালেক,বিশিষ্ট চিকিৎসক ডা.নোবেল,কমিউনিটি নেতা জোনায়েদ আহমেদ,কাউন্সিলর শামসাদ চৌধুরী,বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে এর প্রেসিডেন্ট শাকির হোসাইন, এসোসিয়েশনের আসমা আলম, সুজন বড়ুয়া,বাপ্পী ওমর এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্টানে মেয়রকে ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে এসোসিয়েশনের পক্ষ থেকে সম্মাননা জানানো হয়। তাছাড়া সন্দীপ সমিতি ইউকে,গ্রেটার ম‍্যানচেস্টার চট্টগ্রাম সমিতি, গ্লোবাল চাটগাঁ সোসাইটি ইউকে, কক্সবাজারে এসোসিয়েশন ইউকে, বকতিয়ার সোসাইটি ইউকে, সিতাকুন্ড সমিতি,চট্টগ্রাম ক্লাব ইউকে,বৃটিশ বাংলাদেশি ফোরাম ও সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন, চট্টগ্রাম কমিউনিটি কেন্ট সংগঠনের পক্ষ থেকেও মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসোসিয়েশনের ট্রাস্টি চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সভাপতি ব্যারিস্টার মনোয়ার হোসেন বলেন, “৮০ দশক থেকে চট্টগ্রাম শহরের জলাবদ্ধতার সমাধানের যে আন্দোলন আমরা শুরু করেছিলাম তার সাথে মেডিকেল কলেজের ছাত্র শাহাদাত হোসেন আজকের মেয়র ডা.শাহাদাত হোসেন সম্পৃক্ত ছিলেন। তাই তিনি আসল সমস্যা বুঝতে পেরেছেন এবং জলাবদ্ধতার স্থায়ী নিরসনে সকল সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বয় ও এ বিষয়ে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছেন।”
সভার সভাপতি ব্যারিস্টার আবুল মনছুর মোহাম্মাদ শাহজাহান চট্টগ্রাম মহানগরীর উন্নয়নে মেয়রের সার্বিক সফলতা কামনা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট