
রফিকুল আলম,ফটিকছড়ি :
৫৪ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের উদ্যোগে গতকাল শনিবার ১ নভেম্বর সমবায়ী র্যালি, জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা শহীদ জহুরুল হক হল রুমে
“সাম্য ও সমতায়,দেশ গড়বে সমবায়”
শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো: নজরুল ইসলাম।
উপজেলা সমবায় অফিসার এম এ শহীদ ভূঁঞা’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন,ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নুর আহমদ,সাবেক সমবায় কর্মকর্তা মো: মঞ্জুরুল আলম,রামগড় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তানবির আহমদ সিদ্দিক,পজিব কর্মকর্তা আলী নুর মিয়াজি, চট্টগ্রাম কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ চেয়ারম্যাম এড,আবছার উদ্দিন হেলাল।
এতে স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা সমবায় অফিসার এম এ শহীদ ভূঁঞা। উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক মো:আবদুল মান্নান ও জেবল হোসেনের সঞ্চালনায় অনুষ্টানে আরো বক্তব্য রাখেন,ফটিকছড়ি প্রেসক্লাব সহ-সভাপতি এমরান হোসেন ফরহাদ ও জাহাঙ্গীর আলম।
অনুষ্টানে জাতীয় সমবায় পুরস্কার প্রাপ্ত উপজেলা পর্যায়ে সফল সমবায় সমিতি হারুয়ালছড়ি খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড,উপজেলা পর্যায়ে শ্রেষ্ট সমবায়ী এডভোকেট আবছার উদ্দীন হেলাল,উপজেলা পর্যায়ে শ্রেষ্ট সমবায় সমিতি বিবিরহাট মাল্টিপারপাস কো- অপারেটিভ সোসাইটি লিমিটেড এবং গ্রামীন ফেয়ার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড (নানুপুর)কে ক্রেষ্ট প্রদান করা হয়।