1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ আসছে একই পরিবারের ৩ জনের লাশ। কাল বিকাল ৩ টায় জানাযা। প্রবাসে এক বছরে ফটিকছড়ির ১৪ জনের মৃত্যু। রাউজানে তিনদিনে ২৪টি ড্রাইভিং লাইসেন্স ও নম্বরবিহীন মোটরসাইকেল আটক করে মামলা। রাউজান প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে গোলাম আকবর খোন্দকারের অভিনন্দন। ফটিকছড়ির কাঞ্চননগরে আগুনে পুড়ল ৬ বসত ঘর। ফটিকছড়িতে কৃষিজমির মাটি কাটার সময় ৬টি ডাম্প ট্রাক-খননযন্ত্র জব্দ। শৈশব স্মৃতি বিজড়িত রাউজানে মাস্টারদা সূর্যসেনের ৯২তম ফাঁসি দিবস পালিত। শাহ্সুফী সৈয়দ মইনুদ্দীন আহমদ আল্-হাসানী ওয়াল হোসাইনী আল্-মাইজভাণ্ডারী খোশরোজ শরীফের সমন্বয় সভা অনুষ্টিত। ফটিকছড়িতে বন বিভাগের জায়গা উদ্ধার করতে গিয়ে ৩ জন আহত। ওমানে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের ফটিকছড়ির ৩ জন নিহত। আহত-৩। চন্দনাইশে কেশুয়া মডেল শিশু নিকেতনে ক্ষুদে শিক্ষার্থীদের নবীন বরণ ও অভিভাবক সভা অনুষ্ঠিত।

৫ দফা দাবী নিয়ে দক্ষিণ জেলা জামায়াতের সাংবাদিকদের সাথে গোল টেবিল বৈঠক

  • প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

 

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি:;
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টীম সদস্য অধ্যাপক নুরুল আমীন বলেছেন, ইতোপূর্বে জামায়াতের ৫ দফা দাবী নিয়ে গণসংযোগ করা হয়েছে। এতে জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন লক্ষ করা যায়। এ দাবীগুলো এখন জনগণের দাবীতে পরিণত হয়েছে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ৫ দফা আদায়ের বিকল্প নেই। এ গণদাবী বাস্তবায়নে জনগণ উদ্বুদ্ধ হলেই ফ্যাসিবাদ চিরতরে নির্মূল হবে, ইনশাআল্লাহ। বাংলাদেশে অতীত নির্বাচনে জামায়াতে ইসলামী কেয়ারটেকার ফর্মুলা দিয়েছে। এখন যে ফর্মুলা দিয়েছে তা আর কখনো ফ্যাসিবাদ হয়ে ওঠার কোন দলের সুযোগ হবে না। বুধবার (৮ অক্টোবর) বিকাল ৪ টার দিকে কর্ণফুলীর ক্রসিংস্থ এস.আর স্কয়ার কনভেশন হলে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীদের নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে এবং দক্ষিণ জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি ও প্রচার-মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট আবু নাছের এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। গোলটেবিল বৈঠকে আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, চট্টগ্রাম-১৬ আসনের মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, জেলা সাংগঠনিক সেক্রেটারি ও চট্টগ্রাম-১৩ আসনের মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাছান চৌধুরী, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা ইসমাইল হক্কানী, ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, কর্ণফুলী উপজেলা আমীর মনির আবছার চৌধুরী, আনোয়ারা উপজেলা সেক্রেটারি আবুল হাসান খোকা, মিডিয়া সংগঠক গিয়াস আজাদ চৌধুরী।
সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক সংগ্রাম চট্টগ্রাম ব্যুরো প্রধান নুরুল আলম মিন্টু, সময়ের আলো কর্ণফুলী-আনোয়ারা প্রতিনিধি এনামুল হক নাবিদ, যুগান্তর কর্ণফুলী প্রতিনিধি বদরুল হক, পূর্বকোণের প্রতিনিধি মোরশেদ নয়ন, পূর্বদেশ প্রতিনিধি মুহাম্মদ আয়াজ, সমকাল প্রতিনিধি আকরাম হোসেন রানা, জিটিভি চট্টগ্রাম অফিসের স্টাফ রিপোর্টার আনোয়ারা প্রতিনিধি তৌহিদুল আলম, দৈনিক আজাদী প্রতিনিধি নুরুল ইসলাম, যায়যায়দিন প্রতিনিধি আনোয়ারুল হক, প্রথম আলো প্রতিনিধি মোরশেদ আলম, দেশ রূপান্তর এর জাহেদুল ইসলাম, সকালের সময়ের মহিউদ্দিন মঞ্জুর সহ জামায়াতে ইসলামী এবং সাংবাদিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ।
বৈঠকে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, জামায়াত যে দাবী উত্থাপন করছে, তা যৌক্তিক। কিন্তু আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলেও এর যৌক্তিকতা তুলে ধরা প্রয়োজন। সরকার আশা করি সকল নিবন্ধিত দলকে নিয়ে এর সমাধান করবে। লেভেল প্লেয়িং ফিল্ড এর জন্য আমরাও একমত। লেভেল প্লেয়িং ফিল্ড না হলে সত্য প্রকাশে বাধার সৃষ্টি হয়। দুর্নীতি ও অনিয়ম নিয়ে নিউজ করলে আমাদের প্রতি হুমকি আসে। চুরি, ডাকাতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি দিনদিন বৃদ্ধি পাচ্ছে। তাই সুশাসন নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোকে আরও সক্রিয় হতে হবে।
সভাপতির বক্তব্যে জেলা আমীর বলেন, আমরা জনগণের কাছে যাচ্ছি। জনমত গঠনের চেষ্টা করছি। জনগণ আমাদের সাথে ঐক্যমত পোষণ করছে। তারা অতীতের ন্যায় ঐক্যবদ্ধ হয়ে গণ আন্দোলনের মাধ্যমে ৫ দফা দাবী আদায় করা হবে, ইনশাআল্লাহ।
বৈঠকে আনোয়ার ও কর্ণফুলী উপজেলার বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কর্মরত সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট