
বিশেষ প্রতিবেদন।
ব্রিটিশ শাসনাধীন সময়ে ১৯২১ সনে প্রতিষ্ঠিত ‘প্রাচ্যের অক্সফোর্ড’ খ্যাত বাংলাদেশের সর্বপ্রথম সরকারি স্বায়ত্তশাসিত বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়। ঐতিহ্যগতভাবে দেশের শীর্ষ ও বৃহত্তম শিক্ষাঙ্গনও ঢাকা বিশ্ববিদ্যালয়। জাতীয় রাজনীতি এবং রাষ্ট্রের সমসাময়িক অনেক ইস্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এবারে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (ডাকসু) খুবই অর্থবহ হতে যাচ্ছে । অংশগ্রহণকারী সংগঠন গুলোর মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে। আজ ৯ সেপ্টেম্বর রাত পোহালেই ডাকসু নির্বাচন-২০২৫ উৎসবমুখর পরিবেশে শুরু হতে যাচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ সফলভাবে আয়োজনের জন্য কর্তৃপক্ষ কঠোর নিরাপত্তার বলয় তৈরি করেছে বিশ্ববিদ্যালয় এলাকায়।নির্বাচন আয়োজনে প্রশাসনিক সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৩৯ হাজার ৭৭৫ জন ভোটার ডাকসুর ২৮টি পদে ৪৭১ জন প্রার্থীর মধ্য থেকে নতুন নেতৃত্ব নির্বাচিত করবেন। সুষ্ঠুভাবে নির্বাচন সুসম্পন্ন হলে এটি হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি বিজয়, যার ফলাফল আগামী জাতীয় সংসদ নির্বাচনকেও প্রভাবিত করতে পারে।
ডাকসু নির্বাচনে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ হাজার ৭৭৫ জন। এদের মধ্যে ছাত্রসংখ্যা ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রীসংখ্যা ১৮ হাজার ৯০২ জন। ছাত্রী ভোটারদের শতকরা হার ৪৭.৫২% আর ছাত্রদের হার ৫২.৪৮ %। ছাত্র ভোটারদের মধ্যে অমর একুশে হলে ১২৯৫ জন, কবি জসীমউদ্দিন হলে ১৩০৩ জন, জগন্নাথ হলে ২২২২ জন, শেখ মুজিবুর রহমান হলে ১৬০৬ জন, ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলে ১৯৯৮ জন, ফজলুল হক মুসলিম হলে ১৭৬২ জন, বিজয় একাত্তর হলে ২০২৭ জন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ১৭৫১ জন, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ১৯৫৭ জন, সলিমুল্লাহ মুসলিম হলে ৬৬৪ জন, মাস্টারদা সূর্যসেন হলে ১৪৯৯ জন, স্যার এ এফ রহমান হলে ১৩৭৭ জন এবং হাজী মুহাম্মদ মুহসীন হলে ১৪০২ জন রয়েছেন। ছাত্রী ভোটারদের মধ্যে রোকেয়া হলে ৫৬৪১ জন, শামসুন নাহার হলে ৪০৮৪ জন, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে ২১০৩ জন, কবি সুফিয়া কামাল হলে ৪৪৩৪ জন এবং ফজিলাতুন্নেছা মুজিব হলে ২৬৪০ জন আছেন।
ডাকসুর ২৮টি পদের জন্য ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন, যার মধ্যে ৬২ জন নারী। পদভিত্তিক প্রতিদ্বন্দ্বিতার মধ্যে সহসভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন, সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। নারী প্রার্থীর মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে ১ জন, এবং এজিএস পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিকেল চারটার মধ্যে কেন্দ্রের সীমানায় থাকা ভোটাররাও ভোট দিতে পারবেন।
রাষ্ট্রীয় পরিবর্তিত পরিস্থিতিতে এই নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি ব্যাতিক্রমী অধ্যায়। ছোট বড় সকল সংগঠন লেভেল প্লেয়িং ফিল্ডের সুবিধা নিয়ে প্রচারণা চালিয়ে বহুল প্রত্যাশিত নির্বাচনে অংশ নিচ্ছে। নির্বাচনে পাঁচটি প্যানেল প্রভাব বিস্তার করতে পারে, ছাত্রদল-নেতৃত্বাধীন প্যানেল, ছাত্রশিবির-নেতৃত্বাধীন প্যানেল, ছাত্রসংসদ-নেতৃত্বাধীন প্যানেল, উমামা ফাতেমা-নেতৃত্বাধীন স্বতন্ত্র প্যানেল এবং শেখ তাসনিম আফরোজ ইমি-নেতৃত্বাধীন বামপন্থী প্যানেল। আশা করা যায় ব্যাপক অংশগ্রহনের মাধ্যমে ঢাবি ছাত্র-ছাত্রীরা তাদের স্বাধীন মতপ্রকাশের সুযোগ নিয়ে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবেন।
সহ সম্পাদক,
চাটগাঁইয়া খবর।