1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
আজ আসছে একই পরিবারের ৩ জনের লাশ। কাল বিকাল ৩ টায় জানাযা। প্রবাসে এক বছরে ফটিকছড়ির ১৪ জনের মৃত্যু। রাউজানে তিনদিনে ২৪টি ড্রাইভিং লাইসেন্স ও নম্বরবিহীন মোটরসাইকেল আটক করে মামলা। রাউজান প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে গোলাম আকবর খোন্দকারের অভিনন্দন। ফটিকছড়ির কাঞ্চননগরে আগুনে পুড়ল ৬ বসত ঘর। ফটিকছড়িতে কৃষিজমির মাটি কাটার সময় ৬টি ডাম্প ট্রাক-খননযন্ত্র জব্দ। শৈশব স্মৃতি বিজড়িত রাউজানে মাস্টারদা সূর্যসেনের ৯২তম ফাঁসি দিবস পালিত। শাহ্সুফী সৈয়দ মইনুদ্দীন আহমদ আল্-হাসানী ওয়াল হোসাইনী আল্-মাইজভাণ্ডারী খোশরোজ শরীফের সমন্বয় সভা অনুষ্টিত। ফটিকছড়িতে বন বিভাগের জায়গা উদ্ধার করতে গিয়ে ৩ জন আহত। ওমানে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের ফটিকছড়ির ৩ জন নিহত। আহত-৩। চন্দনাইশে কেশুয়া মডেল শিশু নিকেতনে ক্ষুদে শিক্ষার্থীদের নবীন বরণ ও অভিভাবক সভা অনুষ্ঠিত।

ফটিকছড়ি হারুয়ালছড়ি পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির ১২ তম বার্ষিক সভা। কৃষিনির্ভর এই অঞ্চলে টেকসই সেচব্যবস্থা গুরুত্বপূর্ণ- ইউএনও মোজাম্মেল। এ অর্জন আগামীতে প্রজন্ম থেকে প্রজন্মে ধরে রাখতে হবে- চেয়ারম্যান ইকবাল।

  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে

 

রফিকুল আলম,ফটিকছড়ি:
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা শনিবার ২২ নভেম্বর সমিতির কার্যালয়ে সমিতির সভাপতি ও হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী।
অ্যাডভোকেট মীর মোহাম্মদ ফেরদৌস আলম সেলিমের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক নাজমুল করিম, মিজান সরকার, উপ সহকারী কৃষি কর্মকর্তা রুবেল নাথ ও সমিতির ব্যবস্থাপক মুহাম্মদ আইয়ুব। সভায় ইউপি সদস্য ও সচিব সহ প্রায় হাজারের অধিক সদস্য উপস্থিত ছিলেন।
সভায় গত অর্থবছরের কার্যক্রম,আর্থিক হিসাব,সেচ ব্যবস্থার উন্নয়ন,পানি ব্যবহারে আধুনিক পদ্ধতি এবং আগামী বছরের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
সভায় সমিতির সভাপতি ও চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী বলেন,মহাজনী ঋণ থেকে বাঁচাতে স্থানীয় চাষিদের নিয়ে ২০১১ সালে এ সমিতির যাত্রার শুরুতে সদস্যদের কাছ থেকে ৫০ টাকা করে জমা নেওয়া হতো। ইউনিয়নের একটি খালে বাঁধ দিয়ে পানি জমিয়ে পতিত জমি চাষাবাদের আওতায় নিয়ে আসা হয়। এতে কৃষকের মনে উৎসাহ দেখা দেয়। সে থেকেই সমিতির সদস্য বৃদ্ধির সাথে মূলধনও বৃদ্ধির কারনে সমিতি এখন দেশের জন্য মডেল হয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে।
তিনি আরো বলেন,এখন সমিতিতে প্রায় ১৪ কোটি টাকা জমা আছে। এছাড়া  শেয়ার মূলধন এবং ৬ কোটি টাকার বেশি কৃষকের মাঝে ঋণ রয়েছে। সমিতির নিজস্ব জায়গায় করা হয়েছে পাকা ভবন।
তাদের শ্রম আজ স্বার্থক হয়েছে দেশসেরা সমিতির স্বীকৃতির মাধ্যমে। এ অর্জন আগামীতে প্রজন্ম থেকে প্রজন্মে ধরে রাখতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, কৃষিনির্ভর এই অঞ্চলে সেচব্যবস্থা টেকসই করতে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।পানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সমন্বিত উদ্যোগ নিলে উৎপাদন বাড়বে এবং কৃষক আরও উপকৃত হবে।
তিনি আরো বলেন,কৃষকের এ অবদানে সরকার ও অংশীদার হয়ে কৃষকের জন্য কৃষি অধিদপ্তরের মাধ্যমে বীজ,সার ও কীটনাশক প্রণোদনা দিয়ে সহযোগিতা করে যাচ্ছেন। এ সমিতি দেশ সেরা পুরস্কার পেয়েছে কৃষকের ঐক্যবদ্ধ সমিতির সফলতার স্বীকৃতি হিসেবে।
আশা করি আগামীতে আরও অনেক দূর এগিয়ে যাবে।
উল্লেখ্য,স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর অংশ্রগ্রহণ মূলক ক্ষুদ্রাকার পানি সম্পদ সেক্টর প্রকল্পের আওতায় ফটিকছড়ির হারুয়ালছড়ি খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ প্রতিবছর জমকালো আলোচনার মধ্যদিয়ে বার্ষিক সভা অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট