
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন লক্ষে ১৭ অক্টোবর শুক্রবার বিকালে চট্টগ্রাম-১৪ আসনের সাতবাড়ীয়ার মুহুরীহাট ও নাজিরহাটের পথসভায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক প্রফেসর ডাক্তার মহসিন জিল্লুর করিম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ৩১ দফা কর্মসূচির ভিত্তিতে সন্ত্রাস, হানাহানি ও ক্ষুধা দারিদ্রমুক্ত একটি সূখী ও সমদ্ধি বাংলাদেশ গড়ে তোলা হবে। তাই তিনি ৩১ দফার জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সাতবাড়িয়া তৃণমূল পর্যায়ে মানুষের দ্বারে দ্বারে ও পথ- প্রান্তরে ছুটে এসেছেন।
দোহাজারী পৌরসভা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক এডভোকেট সাদ্দাম হোসেন নিরবের সভাপতিত্বে পথসভা ও লিপলেট বিতরণে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আব্দুল সবুর, এম জাহাঙ্গীর, জাহাঙ্গীর আলম, মুহাম্মদ দিদার, আকবর, যুবদলে নতা মোঃ হাসেম, ইমরান হোসেন, মুহাম্মদ মহিউদ্দিন, মুহাম্মদ ফারুক, মুহাম্মদ রাজু, তৌহিদুল ইসলাম বাপ্পি, আরিফুল ইসলাম স¤্রাট, ছোটন, মুহাম্মদ পারভেজ, মোস্তাক চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা রিফাত হাসান ফাহিমসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।