
রফিকুল আলম,ফটিকছড়ি :
চট্টগ্রামের ফটিকছড়ির পৌরসভার দক্ষিন রাঙ্গামাটিয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে ফারহান (৭) নামে এক বাকপ্রতিবন্ধি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার ১৫ অক্টোবর বিকালে পৌরসভার ৪নং ওয়ার্ডের রাজু সুলতান বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই বাড়ীর জামাল উদ্দীন ড্রাইভারের পুত্র।
স্থানীয় সাবেক পৌর কাউন্সিলর আবদুল্লাহ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত শিশু ফারহানের ঘরের পাশে এক মহিলাকে বুধবার ১৫ অক্টোবর বিকাল ৫ টার দিকে সাপে দংশন করলে পরিবারের সকলে সে দিকে যায়। এসময় ফারহান ঘরের বাহিরে বসা ছিল। তার পরিবারের সদস্যরা ফিরে এসে তাকে খুঁজতে থাকে। এক পর্যায়ে সন্ধ্যায় তাকে ঘরের একটু দূরে পুকুরের ঘাটের পাশে ভাসমান অবস্থায় দেখে। এসময় পরিবারের সদস্যরা পুকুরের পানি থেকে ফারহানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।