
রফিকুল আলম,ফটিকছড়ি :
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় শালিশী বৈঠকে হামলার ঘটনায় প্রবাসী ইউনুস হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি খোরশেদুল আলম প্রকাশ আবুল কালাম (৫৮)কে র্যাব-৭ আটক করে থানায় সোপর্দ করেছেন।
সে উপজেলার নানুপুর ইউনিয়নের ডালকাটা মোহাম্মদ আলী কারিগর বাড়ীর মৃত সিরাজুল হকের পুত্র।
সে ফটিকছড়ি থানার ৪(৪)২০১১ ইং হত্যা মামলার আসামী হওয়াতে দীর্ঘ ১৪ বছর ধরে পলাতক ছিলেন।উক্ত মামলার অপর আাসমী জাহেদ এখনো পলাতক রয়েছে।
র্যাব সূত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে গত ১৬ অক্টোবর বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে র্যাব-৭,চট্টগ্রামের একটি আভিযানিক দল চকবাজার থানাধীন ওলিখাঁ মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
র্যাব জানায়,গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায় কার্যকর করার লক্ষ্যে তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফটিকছড়ি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
সে দিনের ঘটনায় মারাত্নক ভাবে আহত হাসান আলী বলেন, সে দিন বৈঠকে তাদের নিভৃত করতে গিয়ে আমার শরীলটা কুপিয়ে ক্ষতবিক্ষত করে। প্রায় ৪ বছর চিকিৎসা শেষে নতুন জীবন ফিরে পেয়েছি। প্রশাসনের নিকট কৃতজ্ঞ মৃত্যুদণ্ড প্রাপ্ত কালামকে আটক করায়। অপর আসামী জাহেদকে গ্রেফতার করার জন্য দাবী জানাই। তাদের মৃত্যুদণ্ড কার্যকর না হওয়া পর্যন্ত আইনের লড়াই চলবে।উল্লেখ্য উপজেলার নানুপুর ইউনিয়নের ডালকাটা গ্রামের প্রবাসী মো: ইউনুস’র সাথে তার চাচাত ভাই মোঃ জাহেদ ও আবুল কালাম প্রমুখের সাথে পারিবারিক জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে একদফা বৈঠক হয়। সর্বশেষ ২০১১ সালের ১১ এপ্রিল শালিশী বৈঠকে ইউনুস পক্ষ সার্ভেয়ার নিয়ে এসে উক্ত জায়গা পরিমাপ করে খুটি দিয়ে চিহৃত করে। এ নিয়ে চাচাত ভাই জাহেদ আপত্তি জানালে সে দিন বৈঠকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
এসময় জাহেদ (৩৫) আবুল কালাম (৩৮) উভয়ে ধারালো কিরিচ দিয়ে এলোপাতাড়ী কুপিয়ে হাসান আলী (৩০),মুন্সি মিয়া (৩২), দিদারুল আলম (৩০) ও ইউনুছ (৩৫) কে মারাত্মকভাবে আহত করে। এ সময় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোঃ ইউনুছের মৃত্যু হয়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে, সহস্রাধিক জনতা লাঠি-সোঠা,দা-কিরিছ নিয়ে জাহেদের বাড়ীর উপর চড়াও হয়।
ঘটনা ফটিকছড়ি থানার সকল পুলিশ হাটহাজারী থানা ও জেলা থেকে আগত পুলিশের একটি বড় দল জনতার মুখোমুখি অবস্থান নিয়ে জনতাকে শান্ত করে।
পরে নিহতের স্ত্রী খাদিজা বেগম বাদী হয়ে থানায় ৪(৪)২০১১ ইং মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ২০১১ সালের ৫ জুন দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। সাক্ষ্যগ্রহণ শেষে আদালত দু’ ভাইকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন।