
প্রদীপ শীল, রাউজানঃ
চট্টগ্রামের রাউজানে প্রকাশ্য দিবালোকে গুলি করে যুবদল কর্মী আলমগীর আলম হত্যার ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সর্বত্রই শোক আর আতঙ্ক বিরাজমান রয়েছে। ভয়ংকর এ পরিস্থিতিতে নিহতের পরিবারের নিরাপত্তায় সারারাত পুলিশ পাহাড়ায় ছিল। গতকাল রবিবার দিনভর আইন শৃঙ্খলা বাহিনী সড়কে টহল দিতে দেখা গেছে। হত্যার ঘটনা উদঘাটনে পুলিশের পাশাপাশি র্যাব, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্তে নেমেছে। খুনের ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো মামলা করেনি নিহতের পরিবার। অপরদিকে আলমগীর হত্যার সময় গুলির শব্দে ভয়ে হার্ট অ্যাটাক করে এক নারীর মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে একশো গজের মধ্যে অবস্থিত বক্সিশালী বাড়ির কবির আহম্মদের স্ত্রী রোকেয়া বেগম (৫৫) মৃত্যুবরণ করেছে বলে জানা গেছে। স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে গুলির শব্দে আতংকিত হয়ে অসুস্থ হয়ে পড়েন এ নারী। এক পর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ওই নারীর স্বামী কবির আহম্মদ সমকালকে বলেন, আমি শনিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে আলমগীর আলমের লাশ সড়কের পাশে পড়ে থাকতে দেখি। আমি ভয়ে পড়ে থাকা লাশের পার্শ্ববর্তী আমার বাড়িতে দৌড়ে চলে যাই। ঘরে ডুকতেই দেখি আমার স্ত্রী ছটফট করছে। আমার স্ত্রী আমাকে বলে, অনেক গুলি এসে পড়েছে ঘরের দরজায়। আমার কেমন যেন লাগছে বলে মাটিতে লুটিয়ে পড়ে। আমি ধরে বিছানায় আমার স্ত্রীকে শুয়ে দিয়েছি। কিছুক্ষণ ঘুমিয়ে ছিল। রাত সাড়ে দশটার দিকে আবারও বুকে ধড়পড় করছে বলেছে আমাকে। আমি একটু পানি খাওয়ায়। এরপর নাকে মূখে পানি বের হয়ে আমার স্ত্রী মারা যায়। তাঁর স্ত্রীর হার্টের সমস্যা ছিল বলেও জানান তিনি।
আজ ২৬ অক্টোবর সকালে নিহত আলমগীর আলমের রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডস্থ সিদ্দীক আহম্মেদ বাড়িতে গিয়ে দেখা যায়, নিহতের বৃদ্ধ পিতা আব্দুস সত্তারসহ প্রতিবেশীরা ঘরের সামনে পুত্রের লাশের অপেক্ষা করতে। দুপুরের পর থেকে জানাজায় অংশ নিতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন আত্মীয় স্বজনেরা। বিকাল চারটার দিকে ময়না তদন্ত শেষে বাড়ি আসে লাশের এ্যামবুলেন্স। বিকাল পাঁচটায় স্থানীয় শাহ সুন্দর আওলীয়া জামে মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরহুমের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। এর আগে বিকালে চারটায় তাঁর মরদেহবাহী এম্বুলেন্স বাডিতে পৌছালে আত্মীয় স্বজনেরা কান্নায় ভেঙে পরেন। ঘরের ভিতর থেকে কিছুক্ষণ পর পর বিলাপের শব্দ আসছে নিহতের স্ত্রী লাভলী আক্তারের। হত্যাকাণ্ডের প্রত্যাক্ষদর্শী একমাত্র পুত্র কলেজ পড়ুয়া আরাফাত হোসেন ঘটনার বিবরণ দিচ্ছেন পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআইকে। নিহত আলমের এক ছেলে আরাফাত হোসেন এইচএসসি পরীক্ষায় এ বছর পাশ করেছে। এক মেয়ে বিয়ে দিয়েছেন ছয় মাস আগে।
নিহত আলমের পিতা আব্দুস সত্তার বলেন, আমি বেঁচে থাকতে ছেলে হত্যার বিচার দেখে যেতে চাই। তিনিসহ পরিবারের অন্যান্যরা নিরাপত্তাহীতায় রয়েছেন জানিয়ে বলেন, শনিবার রাতে আমাদের উপর হামলার আশংকা থাকায় রাতভর পুলিশ পাহাড়ায় ছিল।
নিহতের পুত্র সাফায়ত হোসেন বলেন, আমরা আতঙ্কিত। আমাকেও ওরা মেরে ফেলতে চায়। আমার বাবার সাথেও ছদ্ধ বেশে খুনিরা ছিল। কাউকে বিশ্বাস করতে পারছি না। বাবার খুনিদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়ে বলেন আমার সামনে আমার বাবাকে খুন করা হয়েছে। খুনিদের আমি চিনেছি। পুলিশ ও মিডিয়াকে খুনিদের নাম বলেছি।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূইয়া সমকালকে বলেন, আলমগীর আলম হত্যার ঘটনায় তদন্তে কয়েকজন খুনিকে সনাক্ত করেছি। জড়িতদের গ্রেফতার চেষ্টা চলছে। এ জন্য পুলিশের কয়েকটি ইউনিট কাজ করছে। অচিরেই চিহ্নিতদের আটক করতে পারবে পুলিশ। এখনো মামলা হয়নি বলে জানান এ পুলিশ কর্মকর্তা।