
চন্দনাইশে শামসু মিয়া (৭৮) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার চন্দনাইশ পৌরসভার দক্ষিণ গাছবাড়িয়া সাইর মোহাম্মদ পাড়া এলাকার বরুমতি খালের পাশে বিল থেকে ১৩ আগস্ট বুধবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়। নিহত শামসু ওই এলাকার মৃত আফজাল মিয়ার পুত্র বলে জানা যায়।
জানাগেছে গত শুক্রবার সামশু বাড়ি থেকে বের হয়েছিল। বাড়ীতে ফিরে না আসায় পরিবারের লোকজন মনে করেছিল সে বোনের বাড়ীতে শহরে বেড়াতে গেছে। বরুমতি খালের পাশে একটি বিলে পথচারীরা বুধবার সকালে লাশের দুগর্ন্ধ পেয়ে বুঝতে পারে কিছু মারা গেছে। পরে লাশের কাছে গিয়ে দেখতে পায় পঁেচ যাওয়া একটি মানুষের লাশ। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়। এসময় পরিবারের লোকজন এসে লাশ শনাক্ত করে। তবে পরিবারের লোকজন বলেন, কেউ পূর্ব শত্রুুতার জের ধরে তাকে হত্যা করেছে ,না ষ্টোক করে মারা গেছে তা পরিবারের কেউ বলতে পারছেন না।
এ ব্যাপারে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলন, লাশটি এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতন্তের রির্পোট পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।