1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফলোআপ- ভূজপুর: মায়ের পরকীয়ার কারনে ছেলেকে হত্যা করল মা ও প্রেমিক। শাহছুফি সৈয়দ গোলামুর রহমান মাইজ ভাণ্ডারীর ১৬৩ তম পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্টিত। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে রাউজান পূজা উদযাপন পরিষদের কৃতজ্ঞতা সাংবাদিক হোসাইন জিয়াদের উপর হামলার প্রতিবাদে রাউজান প্রেসক্লাবের প্রতিবাদ সভা ভূজপুরে বসত ঘরে যুবকের রহস্যজনক মৃত্যু। মা আটক। মা ইলিশ রক্ষায় রাউজানে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাছ জব্দ, অর্থদণ্ড। ফটিকছড়িতে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অপূর্ব পালের শাস্তির দাবীতে ফটিকছড়িতে হেফাজতের বিক্ষোভ। ফটিকছড়ির কাঞ্চন নগরের মাহিন হত্যা মামলার আসামীর দোকান অগ্নিকাণ্ডে পুড়ে ছাই। ফটিকছড়তি বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু। আহত-২ ।

ফলোআপ- ভূজপুর: মায়ের পরকীয়ার কারনে ছেলেকে হত্যা করল মা ও প্রেমিক।

  • প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

 

রফিকুল আলম,ফটিকছড়ি :

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন এলাকায় মা হামিদা বেগমের পরকীয়া সম্পর্কের কারনে প্রেমিক অটোরিক্সা সিএনজি চালক মো.করিম সহ নির্মমভাবে
কামরুল হাসান কাউছার (২০) কে হত্যা করে। নিহত কাউছার
উপজেলার নারায়নহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইদিলপুর বাউদ্দার পাড় পণ্ডিত বাড়ির ডুবাই প্রবাসী মো: কামাল ভূইঁয়া প্রকাশ মনা’র এক মাত্র পুত্র সন্তান। হত্যাকাণ্ডের ঘটনায় কাউছারের নানী ফরিদা বেগম বাদী হয়ে থানায় ০৪(১০)২০২৫ইং মামলা দায়ের করেছে। এঘটনায় উপজেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা যায়,গত সোমবার (৬ অক্টোবর) সকালে বসত ঘরের বারান্দার দক্ষিণে জানালার পাশে পালং (খাট)থেকে পুলিশ রক্তাক্ত কাউছারের লাশ উদ্ধার করে। এসময় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের মা হামিদা বেগমকে আটক করে থানায় নিয়ে যায়।
লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।
এদিকে প্রবাসে কালাম ছেলে কাউছারের মৃত্যুর খবর পেয়ে ডুবাই থেকে গতকাল মঙ্গলবার সকালে বাড়ীতে আসেন।
মঙ্গলবার ৭ অক্টোবর বিকালে ঘটনা স্থলে গেলে দেখা যায়, শতাধিক নারী-পুরুষ নিহত কাউছারের বসত ঘর ও রাস্তায় অপেক্ষামান। তারা জানান লাশ নিয়ে আসবে,তাই অপেক্ষা করছি। তাদের সকলের এক বাক্য হামিদার পরকীয়ার কারনে কাউছারকে হত্যা করা হয়েছে। আমরা হত্যাকারীর দৃষ্টান্ত মূলক শাস্তি চাই।
যে ভাবে ঘটনার সূত্রপাত: পরকীয়ায় লিপ্ত হামিদা বেগমের এক মাত্র ছেলে কাউছার ও ছোট দুই কন্যা সন্তান রয়েছে। গত ১ অক্টোবর কন্যা দুইটি নানার বাড়ী বেড়াতে যায়। শূণ্য ঘরে আছে ছেলে কাউছার ও হামিদা। গত বরিবার ৫ অক্টোবর রাতে কাউছার ঘরে থাকবেনা বলে হামিদাকে জানায়। কিন্তু কাউছার রাতে ঘরে থেকে যায়। এই ফাঁকে পরকীয়া প্রেমিক উপজেলার ভূজপুর থানাধীন ভূজপুর ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডের পশ্চিম ভূজপুর গ্রামের মৃত আইয়ুব মাঝির ছেলে সিএনজি চালক মো:করিম প্রেমিকা হামিদার ঘরে চলে আসে। রাতে কাউছার তার মায়ের পরকীয়া ঘটনা দেখে যাবার কারনে আপন ছেলে কাউছারকে মা ও প্রেকিকসহ মিলে হত্যা করে।পর দিন সোমবার পুলিশ লাশ উদ্ধারের সময় হামিদা বেগমের আচরণ সন্দেহ জনক হবার কারনে আটক করে থানায় নিয়ে যায়। পরে জিজ্ঞাসাবাদ করেন।

স্থানীয়রা হামিদা বেগমের বিষয়ে ভাল মন্তব্য করেনি। মায়ের পরকীয়ার জন্য পরকীয়া প্রেমিকসহ মিলে আপন সন্তান কাউছারকে হত্যা করার ঘটনায় তারা ক্ষোভ প্রকাশ করেন।
এদিকে পরকীয়ায় লিপ্ত সিএজি চালক করিমের সংসারে ২ স্ত্রী রয়েছে।
মামলার বাদী পুত্র ঘাতক হামিদার মা ফরিদা বেগম বলেন,গত রবিবার ৫ অক্টোবর মেয়ে হামিদা ফোন করে তার ২ মেয়েকে আরো কয়েক দিন রাখতে বলে। পরে রাতে আমার নাতি কাউছার ভিডিও কলে আমার সাথে কথা বলে। গত সোমবার ৬ অক্টোবর ভোরে সিএনজি চালক করিম তার সিএনজি নিয়ে আমাকে ও ২ নাতিনকে হামিদার ঘরে নিয়ে যেতে আসে। এত ভোরে কেন করিমের নিকট জানতে চাইলে বলে,কাউছার অসুস্থ সম্ভবত মারা গেছে। করিমের সিএনজি’তে করে আসার পর ঘরে প্রবেশ করে দেখি কাউছারকে মশারীর ভিতর কাঁথা দিয়ে ঢেকে রাখা। এসময় আমি কাউছারকে ডাকলে তার কোন সারাশব্দ পায়নি। তখন আমি সহ কান্না করলে আওয়াজ শুনে প্রতিবেশীরা আসে। তখন সিএনজি চালক করিম ডাক্তার নিয়ে আসার কথা বলে পালিয়ে যায়।
তিনি আরো বলেন হামিদা যে কোন সময় দিন-রাত করিমের সিএনজি নিয়ে ঘুরে বেড়ায়।
বাদী ফরিদা বেগম আরো বলেন,কাউছারকে বিদ্যুুৎ সর্ট দিয়ে হত্যা করেছে। তখন তিনি ঘরে বিদ্যুৎতের চকেট বক্সসহ তার গুলো দেখিয়ে দেয়। কাউছারের নাকে,মুখে,পিটে,পা ও রানে কালো কালো দাগ গুলো বিদ্যুৎতের সর্টের বলে দাবী করে কান্নায় ভেঙ্গে পড়েন। পরক্ষনে আবার বলেন,হামিদার সাথে তার কোন ভাই-বোনের সহিত সু-সম্পর্ক নেই,তার (হামিদা) চরিত্র এতো খারাপ যে পরকীয়ার জন্য আজ আমার এক মাত্র নাতি কাউছারকে হত্যা করল। আমি হামিদাসহ তার পরকীয়া প্রেমিক করিমের ফাঁসি চাই।
নিহত কাউছারের বাবা কালাম ভূইঁয়া বলেন,আমি ২১ বৎসর প্রবাস হতে যাতায়ত করে আসছি। গত করোনাকালীন সময় বাড়ীতে আসার পর আর যেতে পারিনি। করোনার পর ভিজিট ভিসা নিয়ে ডুবাই গিয়ে আজমান প্রদেশে ছিলাম। যাবার দুই বছর পর আজ এসেছি শেষ বারের মতো ছেলে কাউছারকে দেখতে।
তিনি আরো বলেন,করোনা কালীন সময় সিএনজি চালক করিম আমার বাড়ী আসতো। কেন আসতো তা জানতে চাইলে আমার স্ত্রী হামিদা বলেন,করিম আমার আত্নীয় তাই এসেছে। আমি এ হত্যাকাণ্ডের বিচার চাই।
ভূজপুর থানার ওসি মো: মাহাবুবুল আলমের নিকট মঙ্গলবার ৭ অক্টোবর বিকালে মুঠো ফোনে জানতে চাইলে তিনি বলেন,সাক্ষ্য প্রমানে নিহত কাউছারের মা ঘটনার সাথে জড়িত। পরকীয়ার কারনে এ ঘটনা। পরকীয়া প্রেমিক করিমকে আটকের জন্য চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট