
রফিকুল আলম,ফটিকছড়ি :
ফটিকছড়ি পৌর সদরে বিদ্যুৎস্পষ্ট হয়ে
মুহাম্মদ তামজিদ উদ্দিন (১১) নামের এক ছাত্র ১৩ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জালড়ে মঙ্গলবার ২৮ অক্টোবর মৃত্যু বরন করেছে।
সে পৌরসভার ৭ নং ওয়ার্ডের বেলায়েত হোসেন সওদাগর বাড়ীর মাহিন উদ্দিন বাপ্পির ছেলে।
সাবেক পৌর কাউন্সিলর বেলাল উদ্দিন ও নিহতের মামা নুরু সওদাগর জানান, ফটিকছড়ি জামেউল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার ৫ম শ্রেণির ছাত্র তামজিদের বসত ঘরের ছাউনির উপর গত ১৬ অক্টোবর রৌদ্রে মরিচ শুকনা করতে দেয়।পরে ছাউনির ওপর থেকে শুকনা মরিচ নিয়ে আসার জন্য তামজিদ ঘরের ছাউনিতে উঠলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শরীলের অধিকাংশ ঝলসে যায়। তাকে গুরুত্বর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে ১৩ দিন চিকিৎসা চললে ও শরীলের অধিকাংশ ক্ষত-বিক্ষত হয়ে যাওয়ায় মঙ্গলবার মারা যান।
তামজিদের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।