1. chatgaiyakhobor@gmail.com : দৈনিক চাটগাঁইয়া খবর : দৈনিক চাটগাঁইয়া খবর
  2. info@chatgaiyakhobor.com : দৈনিক চাটগাঁইয়া খবর :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাউজানে তিনদিনে ২৪টি ড্রাইভিং লাইসেন্স ও নম্বরবিহীন মোটরসাইকেল আটক করে মামলা। রাউজান প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে গোলাম আকবর খোন্দকারের অভিনন্দন। ফটিকছড়ির কাঞ্চননগরে আগুনে পুড়ল ৬ বসত ঘর। ফটিকছড়িতে কৃষিজমির মাটি কাটার সময় ৬টি ডাম্প ট্রাক-খননযন্ত্র জব্দ। শৈশব স্মৃতি বিজড়িত রাউজানে মাস্টারদা সূর্যসেনের ৯২তম ফাঁসি দিবস পালিত। শাহ্সুফী সৈয়দ মইনুদ্দীন আহমদ আল্-হাসানী ওয়াল হোসাইনী আল্-মাইজভাণ্ডারী খোশরোজ শরীফের সমন্বয় সভা অনুষ্টিত। ফটিকছড়িতে বন বিভাগের জায়গা উদ্ধার করতে গিয়ে ৩ জন আহত। ওমানে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের ফটিকছড়ির ৩ জন নিহত। আহত-৩। চন্দনাইশে কেশুয়া মডেল শিশু নিকেতনে ক্ষুদে শিক্ষার্থীদের নবীন বরণ ও অভিভাবক সভা অনুষ্ঠিত। ফটিকছড়ির হাজিরখীল অগ্রণী সংঘের ফুটসাল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন।

বিট্রিশ আমলের হাজির ক্যাম্প “জীবনের ইতিহাস”

  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

লেখক: আবুল হাশেম প্রকাশ- হাছান ফকির

আমার পিতা আবুল শ্যামা প্রকাশ বদরুজ মেহের, ১৯৩১ সালে উত্তর দিয়াকুল বিটিশ আমলে বিটিশ সৈন্যদের কাজীর ক্যাম্প এলাকায় আমার বাড়ী, বর্তমানে প্রকাশ হাছান ফাকির পাড়া। ১৯৬৫ইং উত্তর দিয়াকুল বসতি বদুরুজ মেহেরের অর্জিনিয়াল বাড়ী শাহ শফরদ্দিন আউলিয়ার দক্ষিণ পাশে। ০৯-০৭-১৯৭৩ ইং বুদুরুজ মেহের বন্দোবস্তিকৃত পিতা- জমির উদ্দিন, মাতা- দলো খাতুন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সামিল হয়েছিল। দেমাকগিরী সাথে ছিল জাকের চৌধুরী, বদি আলম, নুরু চেয়ারম্যান, মনির আহমদ, জাকরিয়া পিতা- কালু মিয়া সওদাগর ১নং সেক্টরে বুদুরুজ মেহের ট্রেনিং নেন। অধিনায়ক ছিলেন তাদের উস্তাদ মেজু জুগিস মাষ্টার ট্রেনিং এর জায়গা ছিল দেমাগ্রী পাহাড়ের নিচে। শঙ্খ নদীর পাড়ে মাষ্টার ঘোনা নাম ছিল। কিন্তু বর্তমান মাষ্টারঘোনা নামে পরিচিত আমাদের বসতি জায়গাটিও মাস্টার ঘোনানামে ডাকলেও ওই জায়গাটা মাষ্টার ঘোনা না। প্রতিহিংসার কারণে তারা মাষ্টার ঘোনা বল্লেও মাষ্টার ঘোনার কোন অস্তিত্ব নেই। ২৭/১১/১৯৭৩ সালে আবু সৈয়দ বন্দোবস্তি প্রাপ্ত হয়ে তার পিতা- হাসি মিয়া, ১৯৬৮ সালে আবু সৈয়দ খামার হিসাবে জায়গার উপর বসতি গড়ে তুলে।
আবু সৈয়দ, নুরু, নরুশফি, পিতা- হাসি মিয়া, ২৭/১১/১৯৭৩ সালে আমিন শরিফ, পিতা- জেবর মুল্লুক বন্দোবস্তি প্রাপ্ত হয়। ১৯৬৩ সালে আমিন শরীফ এবং দনায় খাতুন ২০০০ সালে নুরুল আলম ও আলী মিয়ার নুরুল আলমের পিতা এরশাদ ২০০০ সালে নুরুল হক, পিতা অলি আহমদ স্ত্রী জোবাইদা বেগম, ২০০০ সালে হোসেন এর আম্মা শামসুন জাহান, স্বামী- আব্দুল কাদের, ২০০০ সালে আব্দুর মালেক, ২০০০ সালে আব্দুর রশিদ, পিতা- নজির আহমদ, ২০০১ সালে মসজিদ বেরার গোদাম ২০১৫ সালে সরকার থেকে টাকা নিয়ে স্কুল আমি সভাপতি হয়ে স্কুল পাকাঁ করি, উত্তর দিয়াকুল যাথায়তের রাস্তা থেকে দিয়াকুল পর্যন্ত রাস্তা করে দিয়। নিজস্ব তহবিল থেকে টাকা খরচ করে প্রথম মসজিদে একটি গভীর নলকূপ, ১টি আমার বাড়ীর সামনে স্থাপন করে করার পর ১৮০টি নলকুপ এলাকার অসহায় মানুষদেরকে নিজ তহবিল থেকে স্থাপন করে দিয়েছি। কিন্তু আমার এমন সামজিক কার্যক্রম দেখে কিছু দুস্কৃতিকারী ২০০৫ সালে দুশমনিমূলক মিথ্যা দিয়ে হয়রানী করেন। সে মামলাটি মহামান্য আদালতে মিথ্যা প্রমাণিত হওয়ায় আদালত মামলাটি বেকসুল খালাস করে দেন।
১৯৬৫ সালে ১ কোটি টাকা ব্যায়ে আমি মসজিদ ও বাউন্ডারী এবং গেইট তৈরি করতে গেলে মসজিদের সড়কের জন্য তখন স্থানীয় সুরর্স নন্দন সাধু’র সাথে বাদ-বিবাধ সৃষ্টি হয়ে মামলা মোক্দ্দমা জড়িয়ে পড়ছিলাম। পরবর্তীতে স্থানীয় চেয়ারম্যান আবুল কাশেম লেদুর মাধ্যমে উভয়ের পক্ষের মিমাংশা হয়। ১৯৬৮ সালে উত্তর দিয়াকুল এলাকায় হজুর আব্দুর শুক্কুর পিতা ইসলাম শাহ হুজুর, ১৯৮৬ সালে শাহাব মিয়া বন্দোবস্তী প্রাপ্ত, ১৯৭৩ সালে ওসমান গনি পিতা কালা মিয়া , ১৯৭৩ সালে দফদার কাশেম বাড়ী ঈদপুকুরিয়া,১৯৭৩ সালে সৈয়দ ফকির বাড়ী দোহাজারী, ১৯৭৩ সালে গার্ড আসনউল্লাহ, ১৯৭৩ সালে কাজী টুনু দোহাজারী, ১৯৭৩ সালে হাজী দুলা মিয়া, ১৯৮৫ সালে সমশু পিতা- নজু মিয়া মাঝি, বৈলতলী থেকে এসে চৌকিদার ফাঁড়ি এলাকায় বাড়ী করেন। ১৯৮০ সালে নজু সওদাগর, দারগাকাটা, ২০০০ সালে আব্দুল মালেক ১৯৯৯ বন্দোবস্তী প্রাপ্ত হয়। ফিরিজা খাতুন ২০০০ সালে, আম্বিয়া খাতুন স্বামী জলিল ১৯৯৯ বন্দোবস্তী প্রাপ্ত। আব্দুর রশিদ ১৯৯৯ বন্দোবস্তী, সমসু মিয়া, ২০০০ সালে মৌচানা খাতুন ৯৯ বন্দোবস্তী প্রাপ্ত হয়। ধনায় খাতুন ১৯৯৯ বন্দোবস্তি প্রাপ্ত ছারা খাতুন স্বামী আমিন শরীফ ১৯৯৯ বন্দোবস্তি, নুরুশফি ১৯৯৯ বন্দোবস্তি প্রাপ্ত নুর আহমদ মাঝি ৯৯ বন্দোবস্তি প্রাপ্ত মমতাজ মিয়া, পিতা- হাছন আহমদ, ৯৯ বন্দোবস্তি প্রাপ্ত জামাল মেম্বার ১৯৯৯ বন্দোবস্তি প্রাপ্ত আনোয়ারা বেগম ১৯৯৯ বন্দোবস্তি প্রাপ্ত ইসলাম খাতুন ৯৯ বন্দোবস্তি প্রাপ্ত আবুল হাশেম ৯৯ বন্দোবস্তি প্রাপ্ত। ১৯৮৮ সালে কাঞ্চন ফুুলতলা থেকে রাখাল দাশ পিতা হনিল চন্দ্র দাশ, ২০১৫ সালে জামাল পিতা আব্দুর রশিদ ২০১৫ সালে আলতাব মিয়া পিতা গোলাম বাচুর ৯৯ বন্দোবস্তী প্রাপ্ত ১৯৬৫ সালে ফজল আহমদ পিতা ইয়াছিন আলী ২০২৫ জগরিয়া পিতা ফয়েজ আহমদ ২০২৫ আবুল কাশেম পিতা নজির আহমদ মাষ্টার ঘোনা যেটা সেটা হুজুরের খামার এর উপরে দুখ্যার ঘোনা তারপর আম্বিয়া মার ঘোনা এটা হাছান ফকির পাড়া উত্তর দিয়াকুল পশ্চিমে বেতজালি ঘোনা তারপর মইগ্যা ঘোনা তারপর মাঝের ঘোনা তারপর ফকিরা কাটা তারপর দারগাকাটা, চট্টগ্রামের কালুঘাট ধলঘাট এলাকা থেকে বেচরমন দারগা উক্ত জায়গা আবাদ করেছে সে জন্য দরগাকাটা নামকরণ করা হয়েছে। মোঃ জলিল ১৯৭৩ সালে বন্দোবস্তী প্রাপ্ত আসহাব উদ্দিন মাষ্টার বাড়ি হাশিমপুর ,১৯৭৩ সালে বন্দোবস্তী প্রাপ্ত, সুহিল নাপিত বাড়ি নতুন পাড়া ১৯৭৩ সালে বন্দোবস্তী প্রাপ্ত
দিয়াকুলের তিন পাশে নদী, একপাশে পাহাড়, মাঝখানে দ্বীপ, এজন্য দিয়াকুল নামকরণ করা হয়েছে। খ্যাসালোহা, বইনা ঘোনা। ১৯৪৩ সালে দোহাজারী ব্রীজ নিমার্ণ করা হয়। এর আগে নৌকাকে জোর করে নদী পার করা হতো। ১৯৮৩ সালে ইস্পাহানি তৈরি হয় প্রথম বুদুরুজ মেহেরের বাড়ী ইস্পাহানির জায়গায় প্রথম বাড়ী ছিল। পুলিশের চাকরি করতো ১৯৮৩ সালে ওর জায়গা একোয়ার করার কারণে আমার বাবা জায়গা ক্রয় করে পুরাগড় শাহ শরফউদ্দিন (আঃ) মাজার এর দক্ষিণ পাশে পুরানগড় কোন ইউনিয়ন ছিলনা ইউনিয়ন পরিষদ ছিল বুড়ীর দোকান পাকিস্তানি আমলে বুড়ির দোকানের এটা কেটে মনিয়াবাদ মগপাড়া ইউনিয়ন এনেছে, মনি আহমদ চৌধুরী চেয়ারম্যান, মনিয়াবাজ বাড়ী, মগপাড়া থেকে ইউনিয়ন এটা কেটে সিরাজ চেয়ারম্যান শাহ শরফউদ্দিন মাজারের দক্ষিণ পাশে নিয়ে আসছে। পুরানো ইতিহাস ব্যস্তবায়ন করলাম হাছান ফকির। হামিদ হোসেন ১৭৭৩ সালে বন্দোবস্তী প্রাপ্ত বাড়ী সাতবাড়িয়া ১৯৭৩ সালে চাগাচর হুজুর সোলাইমান বন্দোবস্তী প্রাপ্ত বদর নিছা স্বামী টুনু ১৯৭৩ সালে বন্দোবস্তী প্রাপ্ত বাড়ী পুরানগড় উত্তর দিয়াকুল মাষ্টারের জায়গা নদীর পাড়ে এইখানে কোন মাষ্টারের জায়গা নয় এটা মাষ্টার ঘোনা নয়, প্রতিহিংসা করে হাছান ফকির পাড়াকে মাষ্টার ঘোনা বলে ডাকা হচ্ছে। অনিল মাষ্টারের জায়গা শঙ্খ নদীর পাড়ে বাড়ি ছিল দিয়াকুল বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন মানুষ আনিয়া সরকারী বেসরকারী জায়গায় বসবাস করিয়া দেয়। হাছান ফকিরের গ্রামটা আগে রিফোজি পাড়া বা বার্মা পাড়া হিসেবে পরিচিত ছিল। এটাকে আমি হাছান ফকির পাড়া করলাম যাতে কে রিফোজি বা বার্মায়া বলতে না পারে এ জন্য। ফলে এখন হাছান ফকির পাড়া নামকরণ করা হয়েছে। হাছান ফকির ১০/০৭/২০২৪ইং তারিখে মসজিদের জন্য ৫ শতক ও করব স্থানের জন্য ৬ শতক জায়গাসহ মোট ১১ শতক জায়গা দান করেন। কিছু দুস্থকৃতিকারী আমার ক্রয়করা কিছু জায়গা জোরপূর্বর দখল করতে গেলে আমি বাঁধা দেওয়ার মিথ্যা মামলা হয়রানী হয়েছিল। আমি ঢুবাই সারজা টাকা দিয়ে মসজিদের যাবতীয় কাজ চালিয়ে গেছি। আমি ওসি ইয়াহিয়া আমার বিরুদ্ধে একটা মামলা করে এই মহৎ কাজ কিভাবে করেন কোথায় টাকা পাইছেন এই হিসাব চান ঢুবাইয়ের টাকা চট্টগ্রাম রাজস্ব বোর্ডকে যাবতীয় হিসাব দিয়েছিলাম।
হাছান ফকির পরউপকারী মসজিদ তিনবার প্রতিষ্টা করে। তিন রকমের প্রথম বেড়ার, ২য় মাটির গুদাম, ৩য় বারে পাকা মসজিদ ও বাউন্ডারী এবং গেইটসহ দৃষ্টি নন্দন করা হয়েছে।
আমি নিজের কোন বাড়ি ঘর করে নাই কিন্তু বিভিন্ন মানুষ লিপ্ত হয়ে হাছান ফকিরের জায়গা লুটপাট করার জন্য জায়গার লোভে পড়ে সবাই ষড়যন্ত্র করছে। এছাড়া আরম্ভ -১৯৮৯-২০১৫ সাল পর্যন্ত মজিদের যাবতীয় খরচ এবং ইমাম ময়াজ্জিনের মসজিদের যাবতীয় খরচ ইত্যাদি সব কিছু নিজ থেকে চলোইছি। খাজা মহিউদ্দিন চিশতি (রাঃ) জামে সমজিদ এই মসজিদ প্রতিষ্টাতা হাছান ফকির কিন্তু হাছান ফকিরের মসজিদ নামের বেশি মানুষে চিনে। এছাড়া উক্ত গ্রামটিতে নিজ প্রচেষ্টায় বিদ্যুৎ এনে আলোকিত করা হয়েছে। ২ ছেলে ২ মেয়ে কিন্তু ছেলে মেয়ের জন্য কিছু করিনি এবং নিজের জন্য পাকা বাড়ী করিনি। যাহা করেছি আল্লাহর ঘর মসজিদ ও এলাকার মানুষের জন্য করে গেছি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট