
রফিকুল আলম,ফটিকছড়ি।
চট্টগ্রামের ফটিকছড়ি পৌর এলাকায় পুকুরের পানিতে ডুবে উম্মে সাইদা (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার ২১ অক্টোবর দুপুরে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মুনাফখিল এলাকায় এ ঘটনা ঘটে। সে উক্ত ওয়ার্ডের হাদি বাপের বাড়ীর সাব্বির আহমদ শাওনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়,দুপুরে বাড়ীর আঙ্গিনায় খেলতে গিয়ে পরিবারের অগোচরে পুকুরে পড়ে যায় শিশু উম্মে সাইদা। পরে তাকে উদ্ধার করে দ্রুত ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।