
রফিকুল আলম,ফটিকছড়ি :
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন এলাকা থেকে নিখোঁজের একদিন পর আব্দুল মালেক (৬২) নামে এক ব্যবসায়ীর লাশ থানা পুলিশ উদ্ধার করেছে।
সোমবার ২৭ অক্টোবর সকালে থানাধীন ভূজপুর ইউনিয়নের পশ্চিম ভূজপুর সৈয়দ বাড়ির পাশে স্থানীয়রা ধানক্ষেতে লাশ দেখে থানায় জানালে পুলিশ এসে উদ্ধার করে। নিহত ব্যক্তি কাজিরহাট বাজারে মরিচ ব্যবসায়ী ছিলেন।
নিহতের ছেলে আরিফ জানান,গত রবিবার ২৬ অক্টোবর দুপুরে তিনি তার
বাবাকে ফোন করে বাজারে আসতে বলেন। এরপর আব্দুল মালেক বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে বের হন,কিন্তু আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। অবশেষে সোমবার ধানক্ষেতে লাশ পাওয়া যায়।
ভূজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: শাহজাহান শিপন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করে। পরে অনুমতি পেয়ে লাশ দাফন করা হয়।