
ফটিকছড়ি প্রতিনিধি:
যুব উন্নয়ন অধিদপ্তরের প্রধান কার্যালয়ের ৩ জুলাই স্বারকের সিদ্ধান্ত মোতাবেক টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অল হইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ শীর্ষক প্রকল্পের আওতায় ভ্রাম্যমান আইটিসি ট্রেনিংভ্যানের মাধ্যমে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ১ সেপ্টেম্বর- ৩১ অক্টেবর পর্যন্ত ২ মাস মেয়াদী কম্পিউটার ও নেটওয়াকিং বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।
এতে যুবক ২০ জন ও যুব মহিলা ২০ জন অংশ গ্রহন করতে পারবে। গত ২৪ আগস্ট পর্যন্ত প্রশিক্ষনের জন্য ২ শতাধিক আবেদন করেন।
মঙ্গলবার ২৬ আগস্ট আবেদনকারীরা উপজেলার ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজে ভর্তি পরীক্ষায় অংশ গ্রহন করেন। আগামী ৩১ বিকাল ৩ টায় ফলাফল প্রকাশিত হবে। মঙ্গলবার পরীক্ষা চলাকালীন সময় পরিদর্শন করেন,উপজেলা নির্বাহী অফিসার মো: মোজাম্মেল হক চৌধুরী। এসময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও পরীক্ষা নিয়ন্ত্রক তানবির আহমেদ সিদ্দিকী,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ছাফি উল্লাহ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।